February 5, 2018
ফেরার জন্য প্রস্তুত সুস্মিতা সেন

আনন্দনগর ডেস্ক:বলিউডের অভিনেত্রী ও সাবেক বিশ্বসুন্দরী সুস্মিতা সেন। অভিনয় থেকে দীর্ঘ বিরতি নিয়েছিলেন তিনি। শিগগিরই বিরতি ভেঙে আবার ফিরছেন ৪২ বছর বয়সী এ অভিনেত্রী।

জানা গেছে, এখন অভিনয়ের ফেরার সব প্রস্তুতিই শেষ করেছেন তিনি। শরীরের ওজন কমিয়ে নতুনভাবে আসছেন পর্দায়।

সম্প্রতি ভারতের প্রজাতন্ত্র দিবসে একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন সুস্মিতা সেন। সেখানে জানিয়েছেন তার ফেরার খবর।

এ সময় তিনি বলেন, ‘গত এক দেড় বছর ধরে আমি চিত্রনাট্য দেখছি। আমার মনে হয় ছয় মাস একটি সিনেমার জন্য দিতে পারব। কিন্তু আমি প্রস্তুত হলেও, উপযুক্ত চিত্রনাট্য এখনও আমার জন্য প্রস্তুত হয়নি। ফেরার জন্য অপেক্ষায় আছি।’

সুস্মিতা অভিনীত সর্বশেষ বলিউড সিনেমা ‘নো প্রবলেম’। ২০১০ সালে মুক্তি পায় এটি। এর মধ্যে অবশ্য সৃজিত মুখার্জি পরিচালিত ভারতীয় বাংলা ‘নির্বাক’ সিনেমায় অভিনয় করেছেন। এটি মুক্তি পায় ২০১৫ সালে।

Spread the love


প্রতিষ্ঠাতা: মরহুম কাজী মো: রফিক উল্যাহ, সম্পাদক: ইয়াকুব নবী ইমন, প্রকাশক: কাজী নাজমুন নাহার। সম্পাদক কর্তৃক জননী অফসেট প্রেস, ছিদ্দিক প্লাজা, করিমপুর রোড, চৌমুহনী, নোয়াখালী থেকে মূদ্রিত।

বার্তা, সম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয়: ছিদ্দিক প্লাজা(৩য় তলা উত্তর পাশ), করিমপুর রোড, চৌমুহনী, নোয়াখালী। মোবাইল: সম্পাদক-০১৭১২৫৯৩২৫৪, ০১৮১২৩৩১৮০৬, ইমেইল-:: jatiyanishan@gmail.com, Emonpress@gmail.com