
জাতীয় নিশান প্রতিবেদন:
বৃহত্তর নোয়াখালীর প্রধান বাণিজ্যিক শহর চৌমুহনীর পুর্ব বাজার ফেনী রোড মেসার্স সোহেল টিম্বার মার্চেন্ট নামের ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষতি গয়েছে। শুক্রবার(৭ নভেম্বর) গভীর রাতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
জানা গেছে, ব্যবসা প্রতিষ্ঠানের মালিক রাত ৮ টার দিকের প্রতিষ্ঠানটি বন্ধ করে বাসায় যান। রাত দেড় টার দিকে স্থানীয়রা প্রতিষ্ঠানটিতে আগুন জ্ব¦লতে দেখে ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রনে আনে। এর আগেই আগুনে প্রতিষ্ঠানের মূল্যবান কাঠ এবং টিন পুড়ে যায়। এতে প্রায় দশ লক্ষ টাকার ক্ষতি হয় বলে জানান প্রতিষ্ঠানের মালিক মো: সোহেল।
চৌমুহনী ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ মোজাম্মেল হক জানান, কি ভাবে আগুন লেগেছে তা এখনো স্পষ্ট নয়। তদন্তের পর প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির বিস্তারিত জানা যাবে।