সৌদিতে সড়ক দূর্ঘটনায় সেনবাগের আবদুল আজিজ নিহত
সেনবাগ প্রতিনিধি: সৌদি আরবের রিয়াদে এক সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছে বাংলাদেশী শ্রমিক নোয়াখালীর সেনবাগ উপজেলার ২নং কেশারপাড় ইউনিয়নের কালারাইতা গ্রামের মোঃ আবদুল আজিজ (৪৮)। আজিজ পূর্ব কালারাইতা গ্রামের খামার বাড়ীর মৃত আবদুল লতিফের পুত্র। সে রিয়াদ এয়ারপোর্টে ট্রেক্সি চালাতেন। ২৭ জানুয়ারী রাত ১০ টায় আবদুল আজিজ আল খাবজী থেকে ট্রাক্সি নিয়ে রিয়াদে আসার পথে উটের বহরে ধাক্কা খেয়ে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত হন। মঙ্গলবার সকালে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় স্কুল শিক্ষক মোঃ জামাল হোসেন কচি ।
নিহত আবদুল আজিজের স্ত্রী ২ পুত্র ও ২ কন্যা রয়েছে। তার লাশ দেশে আনার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে। তার মৃত্যুর সংবাদে গ্রামের বাড়িতে পৌছলে শুরু হয় পরিবারে শোকের মাতম। লাশ পুলিশ হেফাজতে একটি হিমঘরে রাখা হয়েছে।