কবিরহাট কলেজ ছাত্রলীগের কমিটি অনুমোদন
কবিরহাট প্রতিনিধি: তানভীর উদ্দিন তানজিদকে সভাপতি ও আহসান বিন আজাদ ফয়সালকে সাধারণ সম্পাদক করে নোয়াখালীর কবিরহাট সরকারি কলেজ শাখা ছাত্রলীগের নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান আরমান কমিটি অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আগামী এক বছরের জন্য তানজিদকে সভাপতি ও ফয়সালকে সাধারণ সম্পাদক করে কবিরহাট সরকারি কলেজ শাখা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হচ্ছেন, সহ-সভাপতি আনিসুর রহমান শরিফ, ফখরুল আজিম সজিব, যুগ্ম সাধারণ সম্পাদক সালা উদ্দিন সাদ্দাম, ঈসমাইল হোসেন সোহেল, সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হায়দার বিজয়, ইব্রাহিম খলিল বাবলু ও প্রচার সম্পাদক মোশারফ হোসেন মহসিন।