নোয়াখালীতে জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত
স্টাফ রিপোর্টার: সুস্থ সবল জাতি চাই পুষ্টি সম্মত খাদ্যের বিকল্প নাই” এ শ্লোগানকে সামনে রেখে নোয়াখালীতে পালিত হয়েছে জাতীয় নিরাপদ খাদ্য দিবস ২০১৯। এ উপলক্ষ্যে গতকাল শনিবার জেলা প্রশাসন ও জেলা খাদ্য নিয়ন্ত্রক নোয়াখালীর আয়োজনে এক র্যালি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে মাইজদী শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে জেলা প্রশাসকের সম্মেলনের কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. হুমায়ন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক তন্ময় দাস। উক্ত আলোচনা সভায় জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক একে এম আবু সাইয়েদ চৌধুরী ,জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।