সোনাইমুড়ীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১০
সোনাইমুড়ী প্রতিনিধি: নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার চাষিরহাট বাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বৃহস্পতিবার বিকালে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সোনাইমুড়ী থানার ওসি আবদুস সামাদ জানান, চাষিরহাট বাজারে ফোরকরা ভূঁইয়া বাড়ী ও ফোরকরা উত্তরপাড়ার বাসিন্ধাদের মধ্যে বাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় অন্তত ১০ জন আহত হয়। এরমধ্যে ইউনিয়ন আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম, যুবলীগ নেতা নূরনবী ভূঁইয়াসহ আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। এলাকায় উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান ওসি।
এদিকে সংঘর্ষের সময় বাজারের ব্যবসা প্রতিষ্ঠানে ব্যাপক হামলা, ভাংচুর ও লুটপাট করা হয় বলে অভিযোগ করেছে ব্যবস্থায়ীরা।