সোনাইমুড়ীতে মাঠদিবস ও কৃষক সমাবেশ
সোনাইমুড়ী প্রতিনিধি: খামার যান্ত্রিকীকরনের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি (২য় পর্যায়) প্রকল্পের আওতায় বেড প্লান্টার প্রদর্শনীর মাঠ দিবস ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলার আমিশাপাড়ার নাওড়ি গ্রামে বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত কৃষক সমাবেশে প্রধান অতিথী ছিলেন সোনাইমুড়ী উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রতন চন্দ্র বর্মন। ইঞ্জিনিয়ার মোঃ নুর নবী বকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নোয়াখালী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি প্রকৌশলী শাওন ঘোষ, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা নিজামুল হক। এসময় উপস্থিত ছিলেন সমাজ সেবক নাজিম উদ্দিন ও বিভিন্ন ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা সহ শতাধিক কৃষক। পরে স্থানীয় কৃষক সাজ্জাদ হোসেনের ৩ বিঘা জমিতে বেড প্লান্টার যন্ত্রের মাধ্যমে পেলন ডাল (বারি পেলন-১) বীজ বপন পদ্ধতি প্রদর্শন করা হয়।