নোয়াখালীতে মৎস অফিসের সম্মিলিত বিশেষ অভিযান অব্যাহত
প্রতিনিধি: নোয়াখালী জেলা মৎস অফিসের সম্মিলিত বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। গত ২১ জানুয়ারী থেকে চলা এই বিশেষ অভিযান ৪ ফেব্রুয়ারী পর্যন্ত চলবে।
জেলা মৎস অফিস সূত্রে জানা যায়, নদীতে মাছ বিনাসী বেহুন্দী জাল, কারেন্ট জাল, খোটা জালসহ মাছ শিকারে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম ধ্বংসে জেলার কোম্পানীগঞ্জ, সুবর্নচর ও হাতিয়া উপজেলায় বিশেষ এই অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানে এ পর্যন্ত ৪৭টি মোবাইল কোর্ট করা হয়। এ সময় ১৬৮টি বেহুন্দী জাল, ৬৩০৮মিটার কারেন্ট জাল ও খোটা জালসহ অন্যান্য ৯৩টি মাছ ধরার সরঞ্জাম পুড়িয়ে ফেলার মাধ্যমে ধ্বাংস করা হয়। এ সময় ১০ কেজি ইলিশ মাছ উদ্ধার করে এতিম খানায় বিতরণ করা হয়।
এ ব্যাপারে জেলা মৎস অফিসার মোতালেব হোসেন জানান, ১৫ দিনব্যাপী এই অভিযান সফল হয়েছে। দেশের মৎস সম্পদ রক্ষায় মৎস বিভাগ সব সময় তৎপর। মাছের প্রজনন বৃদ্ধিতে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।