নোয়াখালীতে গ্লোব ফ্যাক্টরিতে আগুন, আহত ৫
প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী-মাইজদী সড়কের দরবেশপুরে অবস্থিত গ্লোব সফট্ ড্রিংকস ও বিস্কুট কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনে দুটি কারখানায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারনা করা হচ্ছে। এ সময় আগুন নেভাতে গিয়ে কারখানার ৫ কর্মী আহত হয়েছে।
জানা গেছে, সোমবার সন্ধায় সফ্ট ড্রিংকস কারখানার গোডাউন থেকে আগুনের সুত্রপাত হয়। মুহুর্তে আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে প্রথমে চৌমুহনী ও মাইজদি ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রনে আনতে ব্যর্থ হয়। পরে পাশ্ববর্তী জেলা লক্ষ্মীপুর, সোনাইমুড়ি ও কোম্পানিগঞ্জ ফায়ার সাভির্সের মোট ছয়টি ইউনিট প্রায় ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনার আগেই কারখানার ব্যাপক অংশ পুড়ে যায়। এ সময় আগুন নেভাতে গিয়ে কারখানার ৫ কর্মী আহত হয়েছে।
গ্লোব সফট্ ড্রিংকস এর পরিচালক সিরাজুল ইসলাম স্বপন জানান, ক্ষয়ক্ষতির পরিমান নিরূপন করা যায়নি।
কারখানায় বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করছে ফায়ার সার্ভিস।