আশিক নোয়াখালী আইনজীবী সমিতির সদস্য নির্বাচিত
স্টাফ রিপোর্টার: নোয়াখালী জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিপুল ভোট পেয়ে সদস্য নির্বাচিত হয়েছেন বেগমগঞ্জ উপজেলার সাবেক ছাত্রলীগ নেতা এবি এম ইউছুপ আশিক । গত শনিবার দিনব্যাপী অনুষ্ঠিত নির্বাচনে ২নং ব্যালটে ২৫৩ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হন তিনি। নির্বাচনে ৫০৫ জন ভোটারের মধ্যে ৪৯২ জন ভোট প্রদান করেন। নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেন সিনিয়র আইনজীবী এস এম শামছুল আলম। আশিক আইনজীবী সমিতির সদস্য নির্বাচিত হওয়ায় বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানানো হয়।