বেগমগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী জেসমিন
স্টাফ রিপোর্টার: আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হচ্ছেন কামরুন নাহার জেসমিন। ইতিমধ্যেই তিনি নির্বাচন করার লক্ষ্যে বিভিন্ন স্থানে গণসংযোগ শুরু করেছেন। ব্যাপক সাড়াও পাচ্ছেন ।
খোঁজ নিয়ে জানা গেছে, কামরুন নাহার জেসমিনের পারিবারিক ইতিহাস সম্বৃদ্ধ পরিবারের সন্তান। নারী হয়েও তিনি একজন সমাজসেবক হিসেবে সমাবে ব্যাপক পরিচিত। তিনি বেগমগঞ্জ উপজেলার আলীপুর গ্রামের বাসিন্ধা ও চৌমুহনী ব্যাংক রোড়ের বিশিষ্ট ব্যবসায়ী কবির স্টোরের স্বত্তাধিকারী গোলাম কবিরের কন্যা। তাঁর স্বামী নোয়াখালী ডায়াবেটিক সমিতির সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার মো: নুরুন নবী। কামরুন নাহার জেসমিন শিক্ষা জীবনে চৌমুহনী গণিপুর বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও চৌমুহনী সরকারী সালেহ আহম্মদ কলেজ থেকে বিএ পাশ করেন। জেসমিন ছাত্রজীবন থেকেই আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন এবং বিভিন্ন সামাজিক উন্নয়ন মূলক সংগঠনের সাথেও জড়িত ছিলেন। তিনি একাধারে ঢাকাস্থ নোয়াখালী জেলা সমিতির আজীবন সদস্য, বেগমগঞ্জ উপজেলা কল্যাণ সমিতির সদস্য, বেগমগঞ্জ কালচারাল একাডেমীর প্রতিষ্ঠাতা সদস্য ছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত। এছাড়াও বেগমগঞ্জ জে.কে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সাবেক সদস্য ও বেগমগঞ্জ উপজেলার সমাজ সেবা ও মহিলা বিষয়ক কমিটির সাবেক সদস্য ছিলেন তিনি। আপাদমস্তক একজন জনপ্রতিনিধি হিসেবেই তিনি নিজের গড়ে তুলেছেন। সাংগঠনিক দক্ষতা ও সংগঠন পরিচালনা করার যথেষ্ঠ যোগ্যতা রয়েছে কামরুন নাহার জেসমিনের। যার জন্য তিনি উপজেলা নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ায় সর্বত্র জনমনে আলোচনা চলছে।
এক প্রতিক্রিয়ায় উপজেলা নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী কামরুন নাহার জেসমিন বলেন, আমি এলাকার মানুষের সেবা করতে চাই। তাই আগামী উপজেলা নির্বাচনে মাঠে নামবো। জয়ী হলে এলাকার মানুষের জীবন-মান উন্নয়নের কাজ করবো। এ জন্য আমি সকলের সহযোগীতা চাই।