উপজেলা নির্বাচন: মনোনয়নপত্র কিনলেন বাদশা
প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক বাদশা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
বুধবার সন্ধ্যায় ধানমন্ডির দলীয় কার্যালয় থেকে কর্মী-সমর্থকদের নিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
বাদশা জাতীর জনক বঙ্গবন্ধুর বিশ্বস্ত সহচর, বাংলাদেশ শ্রমিক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি, সাবেক গভর্নর জননেতা নুরুল হকের সন্তান।
মনোনয়ন ফরম সংগ্রহের পর ওমর ফারুক বাদশা এক প্রতিক্রিয়ায় তার ব্যক্তিগত ফেসবুক পেইজে বেগমগঞ্জবাসীর উদ্দেশ্যে বলেন, একটি মানবিক, আধুনিক, উন্নত, সমৃদ্ধশালী বেগমগঞ্জ বাস্তবায়নের স্বপ্ন যাত্রায় আমাকে উৎসর্গ করলাম আপনাদের সেবায়। এ জন্য আগামী উপজেলা পরিষদ নির্বাচনে তিনি সকলের সহযোগীতা কামনা করেন।