উপজেলা নির্বাচন: মনোনয়ন ফরম জমা দিলেন ভিপি মোহাম্মদ উল্যাহ
প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে জেলা আওয়ামীলীগের উপদেষ্টা ভিপি মোহাম্মদ উল্যাহ মনোনয়ন ফরম জমা দিয়েছেন। বৃহস্পতিবার সন্ধায় ধানমন্ডির দলীয় কার্যালঢে কর্মী সমর্থকদের নিয়ে মনোনয়ন পত্র জমা দেন। ভিপি মোহাম্মদ উল্যাহ জাতীর জনক বঙ্গবন্ধুর ¯েœহধোন্য, নোয়াখালী জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি, বেগমগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান। তিনি কর্মী বান্ধব ও উপজেলাব্যাপী রয়েছে ব্যাপক পরিচিতি।
মনোনয়ন ফরম জমা দেওয়ার পর তিনি সাংবাদিকদের বলেন, আমি এই উপজেলায় একবার চেয়ারম্যান ছিলাম, কখনো অর্থের লোভ করিনি। দলের প্রয়োজনে সব সময় এগিয়ে এসেছি। আমার বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ নেই। চেষ্টা করেছি বেগমগঞ্জবাসীর সেবা করার। তাই আবারো বেগমগঞ্জবাসীর দোয়া ও সমর্থন চাই। দল মনোনয়ন দিলে সবাইকে সাথে নিয়ে বেগমগঞ্জকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।