নোয়াখালীতে নিয়ন্ত্রন হারিয়ে সেনাবাহিনীর পিকআপ খাদে, নিহত-৩, আহত ৮
নিশান ডেক্স: নোয়াখালীর সুবর্নচরে নিয়ন্ত্রন হারিয়ে সেনা বাহিনীর একটি পিকআপ গাড়ি খাদে পড়ে তিন সেনা সদস্য নিহত ও আরো ৮ জন আহত হওয়ার বলে খবর পাওয়া গেছে। শুক্রবার বিকাল ৩টায় কুমিল্লা-স্বর্নদ্বীপ সড়কের সুবর্নচর তোতার বাজার এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
চরজব্বর থানার ওসি সাহেদ উদ্দিন জানান, শুক্রবার বিকাল ৩টায় কুমিল্লা সেনানিবাস থেকে থেকে সেনা সদস্যদের নিয়ে একটি গাড়ি হাতিয়ার স্বর্নদ্বীপ যাচ্ছিল। পথে সুবর্ণচরের তোতার বাজারের দক্ষিণে সেনাবাহীর অন্য একটি গাড়িকে ওভারকেট করার সময় গাড়িটি নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এ সময় আহত ১১ জনকে সুবর্নচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে মামুন, ফয়েজ ও ফিরোজ নামে দুই সৈনিককে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পরে ফিরোজ নামে আরো এক সৈনিকের মৃত্যু হয়। নিহতরা সবাই ২১ ইঞ্জিনিয়ারিং ব্যাটেলিয়ন সিলেটের সৈনিক।
শুক্রবার সন্ধায় সেনা বাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক রেজাউল করিম সেনা বাহিনীর গাড়ি দূর্ঘটনায় পতিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছন।