বৃহত্তর নোয়াখালী থেকে সংরক্ষিত নারী আসনে ফরিদা খানম সাকী
নিশান ডেক্স: বৃহত্তর নোয়াখালী থেকে সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন ফরিদা খানম সাকী। তিনি মুক্তিযুদ্ধকালীন নোয়াখালী জেলা মুজিব বাহিনীর প্রধান, সাবেক সংসদ সদস্য ও নোয়াখালী জেলা আ’লীগের সাবেক সভাপতি মাহমুদুর রহমান বেলায়েত এর সহ-ধর্মিনী। শুক্রবার সন্ধ্যায় আওয়ামী লীগ থেকে মনোনীত সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা শেষে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের কাছে নামের তালিকা তুলে ধরেন।