অগ্রযাত্রা খেলাঘর অসরের উদ্যেগে ফ্রি চিকিৎসা ক্যাম্প
স্টাফ রিপোর্টার: মহান ২১ ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীর গনিপুর এন জামান সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে অগ্রযাত্রা খেলাঘর আসরের উদ্যেগে ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত এই চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়। অগ্রযাত্রা খেলাঘর আসর চৌমুহনী শাখার সভাপতি ওবায়দুল হক জুয়েলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশিষ রায়ের সঞ্চালনায় ফ্রি চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন সংগঠনের জেলা কমিটির সভাপতি মাখন লাল দাস। এ সময় অন্যান্যদের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মানিক রতন সরকার, মুক্তিযোদ্ধা সংসদ বেগমগঞ্জ উপজেলা শাখার ডেপুটি কমান্ডার আবদুল মালেক, খেলাঘর জেলা কমিটির সাধারণ সম্পাদক দিপক আইচ, সহ-সভাপতি আশিষ সাহা, আমরা মুক্তিযোদ্ধার সন্তান বেগমগঞ্জ কমান্ডের সাধারণ সম্পাদক জিয়াউল হক জিয়া, অগ্রযাত্রা খেলাঘর আসরের সহসভাপতি শাহাদাত হোসেন ফরাজী, শ্রী কৃষ্ণ দাস, অর্থ সম্পাদক প্রতি দেবনাথ, বিজ্ঞান সম্পাদক মোঃ ইয়াছিন, ক্যাম্প উপকমিটির আহবায়ক ইয়াছিন সুমন, সদস্য সচিব ডা: ফজলে রায়হান, সদস্য আবদুল মালেক, রাশেদ, রুস্তম প্রমূখ। ফ্রি চিকিৎসা ক্যাম্পে চর্ম ও যৌন বিষয়ক চিকিৎসা দেন ডা: কামাল উদ্দিন, মেডিসিনে ডা: আশিষ কুমার, গাইনি ডা: উম্মে সালমা ছিদ্দিকী, চক্ষু ডা: সৌরভ রায়, হোমিওপ্যাথিক ডা: মো বেলায়েত হোসেন, ডা: নরেশ চন্দ্র মজুমদার, শিশু ডা: আমিনুল ইসলাম, বাত-ব্যাথা ও ফিজিওথ্যারাপি ডা: ফজলে রায়হানের কাছ থেকে এলাকার সাধারণ মানুষ ফ্রি চিকিৎসা দিয়েছেন।
অগ্রযাত্রা খেলাঘর আসনের এমন গণমুখি উদ্যেগকে স্বাগত জানিয়েছে এলাকার সচেতন মহল।