সেনবাগ সরকারি ডিগ্রি কলেজের বার্ষিক ক্রিড়া
সেনবাগ প্রতিনিধি: নোয়াখালীর সেনবাগ সরকারি ডিগ্রি কলেজের বার্ষিক ক্রিড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বুধবার দুপুরে কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে কলেজের অধ্যক্ষ মোঃ আবদুল জলিলের সভাপতিত্বে ও শিক্ষক মোনশাদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-সেনবাগ পৌরসভার মেয়র আবু জাফর টিপু, বিশেষ অতিথি ছিলেন-সেনবাগ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গোলাম কবির, সেনবাগ কলেজের সাবেক ভিপি আবু নাছেন দুলাল, কলেজের ভাইস প্রিন্সিপাল দিদারুল ইসলাম, ছাত্রলীগ নেতা আশ্রফুল আলম রানা, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রফিক উল্যাহ, আবু সোয়েব, শাহ আহম্মদ ফয়সল আয়াজ , ফাতেমা আক্তার তানিয়া, প্রমুখ। এর আগে কলেজ ক্যাম্পাসে জাতীয় পতাকা, ও শান্তির প্রতিক কবুতর এবং বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন অতিথিরা।