চাটখিলে মেয়র গোল্ডকাপ ব্যাডমিন্টন টুর্ণামেন্ট উদ্বোধন
স্টাফ রিপোর্টার: নোয়াখালীর চাটখিল বিআরডিবি মাঠে মেয়র গোল্ডকাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোাধন করেন মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী আলহাজ্ব জাহাঙ্গীর আলম। এসময় উপস্থিত ছিলেন চাটখিল পৌরসভার মেয়র মোহাম্মদ উল্যাহ পাটোয়ারী, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জাকির হোসেন জাহাঙ্গীর, চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা দিদারুল আলম। খেলায় জেলার ২৪টি দল অংশগ্রহন করে। ১৫ দিন ব্যাপী গোল্ডকাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট চলবে। উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে নাজ সু চাটখিল বনাম হিমেল রুবেল মাইজদি ২ স্টার। খেলায় হিমেল রুবেল ২ স্টার ২-১ সেটে জয়লাভ করে। অপর খেলায় আরকে ট্রেডার্স ২-১সেটে ফেসবুক গ্যালারীকে হারিয়ে জয়লাভ করে। খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচের পুরষ্কার প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী লাল চাঁদ ও অহিদুল এর হাতে তুলে দেন।