বেগমগঞ্জে ৩ শতাধিক শিক্ষার্থীকে বৃত্তি দিেেয়ছে স্বেচ্ছাসবেী সংগঠন “ইমো”
বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নোয়াখালী ও লক্ষ্মীপুররে মেধাবী শিক্ষার্থীদের সংগঠন আইডিয়াল মেমোয়িাল অর্গানাইজেশন ” ইমো’র উদ্যোগে ম্যারিটশো বৃত্তি পরীক্ষা ও উত্তীর্ণ ৩ শতাধকি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠতি হয়েছে। শুক্রবার সকালে চন্দ্রগঞ্জ কারামাতিয়া কামিল মাদরাসা ক্যাম্পাসের সম্মেলন কক্ষে বৃত্তি প্রদান অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলনে চন্দ্রগঞ্জ কারমাতিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা এ এইচ এম আবদুল হাই। সংগঠনটরি চেয়ারম্যান মাওলানা জসিমউদ্দিনের সভাপতিত্বে বিশেষ ছিলেন, আমানত প্রকাশনী মহা পরিচালক মাওলানা খাইরুল বাশার, চন্দ্রগঞ্জ বুড়া হুজুর মসজিদের খতিব মাওলানা অবদুস সবুর, চন্দ্রগঞ্জ কারমাতিয়া কামিল মাদরাসার শিক্ষক মাওঃ সালাউদ্দিন, চন্দ্রগঞ্জ বুড়া হুজুর মসজিদের সেক্রেটারি হাজী নুরুউল্যা, নোয়াখালী জজকোর্টের আইনজীবী মুজিবুর রহমান, মাছরাঙা টেলিভিশন লক্ষ্মীপুর প্রতিনিধি শাকের মোহাম্মদ রাসেল, বিজয়টিভি ও এসএনএন ২৪ টিভি লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি সোহেল মাহমুদ মিলন, চৌমুহনী প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ও আজকালের খবর এর বেগমগঞ্জ প্রতিনিধি মো. আলাউদ্দিন। অনুষ্ঠানে প্রায় ৩০ টি শিক্ষা প্রতষ্ঠিানের ৩ শতাধকি শিক্ষার্থীকে নদগ অর্থ ও সনদ বিতরণ করা হয়। এসময় সংগঠনরে সাধারণ সম্পাদক হাফিজুর রহমানসহ উপস্থতি ছিলেন শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। অনুষ্ঠান শেষে একই সাথে ইমো ব্লাড ব্যাংক ও ইমো সাংস্কৃতিক সংসদ নামে দুটো সংগঠনের উদ্বোধন করেন প্রধান অতিথি।