নোয়াখালীতে ওবায়দুল কাদেরের রোগ মুক্তি কামনায় দোয়া
স্টাফ রিপোর্টার: আ.লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। রোববার সন্ধ্যায় নোয়াখালী জেলা আওয়ামীলীগের উদ্যোগে জেলা শহর মাইজদীতে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে ও কোম্পানীগঞ্জ উপজেলাসহ নোয়াখালী পৌরসভা কার্যালয়ে পৃথক পৃথক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে জেলা আওয়ামীলীগ সভাপতি খায়রুল আনম সেলিম, সহসাধারণ সম্পাদক মাওলা জিয়াউল হক লিটন, সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি শিহাব উদ্দিন শাহিন, জেলা যুবলীগ আহ্বায়ক ইমন ভট্টসহ আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় নেতাকর্মীরা তাদের প্রিয় নেতা ওবায়দুল কাদেরের দ্রুত রোগ মুক্তি কামনায় দেশবাসীর কাছে দোয়া ছেয়েছেন।
কোম্পানীগঞ্জ প্রতিনিধি মেজবাহ উদ্দিন জানান, নোয়াখালীর কোম্পানীগঞ্জ বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের’র রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার বাদ আছর কোম্পানীগঞ্জ উপজেলা আ’লীগের উদ্যোগে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মন্ত্রী বাড়ির দরজায় মসজিদে খতমে শেফা,খতমে কোরআন অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে নেতাকর্মিরা কান্নায় ভেঙ্গে পড়ে। এ ছাড়াও উপজেলার প্রত্যেকটি মসজিদ ও অন্যদিকে প্রেসক্লাব কোম্পানীগঞ্জ আছরের নামাজ পরবর্তি এই নেতার রোগমুক্তি কামনায় পৃথক পৃথক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সভাপতি খিজির হায়াত খান, উপজেলা আ’লীগের সহ-সভাপতি ইস্কান্দার হায়দার চৌধুরী বাবুল, সাধারণ সম্পাদক নুরনবী চৌধুরী, বসুরহাট পৌরসভা আ’লীগের সহ-সভাপতি এবিএম ছিদ্দিন, পৌরসভা আ’লীগের সাধারণ সম্পাদক আবুল খায়ের, চরকাঁকড়া ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান আরিফ, যুবলীগ নেতা মাহবুবুর রশীদ মঞ্জু, উপজেলা যুবলীগের সভাপতি আজম পাশা চৌধুরী রুমেল,সাধারণ সম্পাদক প্রভাষক গোলাম ছারওয়ার,উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এডভোকেট শাহীদুর রহমান তুহিন,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাহেদুল হক কচি, জহিরুল ইসলাম তানভির, প্রেসক্লাব কোম্পানীগঞ্জের সহ-সভাপতি হাসান ইমাম রাসেল,বসুরহাট ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি নাজিম উদ্দিন নিজাম, যুবলীগ নেতা আরমান চৌধুরী, সরকারি মুজব কলেজ ছাত্রলীগের সাধারনণ সম্পাদক মোবারক হোসেন রিয়াদ প্রমূখ। স্টাফ রিপোর্টার নুর রহমান জানান, আ.লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের রোগ মুক্তি কামনায় নোয়াখালী পৌরসভার উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। আজ (সোমবার) দুপুরে পৌরসভা মিলনায়তনে এ দোয়া ও মিলাদের আয়োজন করা হয়। এতে পৌর মেয়র ও শহর আ.লীগের সাধারণ সম্পাদক শহিদ উল্যাহ্ খান সোহেল, জেলা আ.লীগ যুগ্ম সাধারণ সম্পাদক আবু তাহের, শহর আ.লীগ সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টুসহ আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগ, পৌরসভার কর্মকর্তা-কর্মচারি ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলে। এ সময় ওবায়দুল কাদেরের দ্রুত রোগ মুক্তি কামনা করে দোয়া পরবর্তী এক সংক্ষিপ্ত আলোচনা করা হয়। আলোচনায় বক্তারা বলেন, ওবায়দুল কাদের শুধু নোয়াখালীর নয় দেশেরও অন্যতম অভিভাবক।