লক্ষ্মীপুর-ঢাকা লঞ্চ চালু শীঘ্রই উদ্বোধন
বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুরের সঙ্গে নৌরুটে ঢাকার যোগাযোগ সহজ হতে চলেছে। এবার লক্ষ্মীপুর থেকে সরাসরি ঢাকার লঞ্চ ছেড়ে যাবে। রোববার রাত ৯ টার দিকে নৌ ব্যবস্থাপনা বিভাগের উপ পরিচালক মো. কবির হোসেন স্বাক্ষরিত এক চিঠি থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে মের্সাস লক্ষ্মী বাজার শিপিং কর্পোরেশনেরর এমভি বোগদাদীয়া-৮ (এম-৬৮২২) দ্বরা ৩১ মার্চ ২০১৯ পর্যন্ত সাময়িকভাবে চলবে। লঞ্চটি প্রতিদিন রাত ১০ টায় ঢাকা সদর ঘাট থেকে ছাড়বে। একই লঞ্চ দুপুর ১২ টায় লক্ষ্মীপুর মজু চৌধুরীর হাট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। লক্ষ্মীপুর সদর আসনের সংসদ সদস্য এ কে এম শাহজাহান কামাল বলেন, বিগত দিন লক্ষ্মীপুর বাসী চাঁদপুর থেকে নৌ-পথে লঞ্চ যোগে ঢাকায় যাতায়াত করতেন। লক্ষ্মীপুর থেকে সরাসরি লঞ্চ সার্ভিস চালু হওয়ার মাধ্যমে দুর্ভোগ কমবে, সময় বাচঁবে ও যোগাযোগ আরও সহজ হবে। খ্বু শীঘ্রই লঞ্চ সার্ভিস উদ্বোধন করা হবে।