বেগমগঞ্জে ওবায়দুল কাদেরের জন্য দোয়া মাহফিল
স্টাফ রিপোর্টার: আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের রোগমক্তি কামনায় নোয়াখালীর বেগমগঞ্জে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার বিকালে আসরের নামাজের পর চৌমুহনী বড় মসজিদে এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেন চৌমুহনী সাধারণ ব্যবসায়ী সমিতির দপ্তর সম্পাদক ও ছাত্রলীগ নেতা ইউছুফ মোল্লা। দোয়া ও মিলাদ মাহফিলে দলের বিভিন্ন শ্রেনীর নেতাকর্মীরা ছাড়াও মসজিদের মুসল্লিরা অংশ গ্রহন করেন। মিলাদ পড়ান হাফেজ ক্বারী জাকির হোসেন। মুনাজাত পরিচালনা করেন পেশ ইমাম মাওলানা আবদুল কাদের। মুনাজাতে দেশ, জাতী, মুসিললিম উম্মাহ শান্তি ও অসুস্থ ওবায়দুল কাদেরের জন্য বিশেষ দোয়া করা হয়।