কবিরহাটে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
কবিরহাট প্রতিনিধি: নোয়াখালীর কবিরহাট উপজেলায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ২০পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
জানা যায়, মঙ্গলবার গভীর রাতে কবিরহাট থানার পিএসআই মাহফুজুর রহমানের নেতৃত্বে উপজেলার নলুয়া-ভূঁইয়ারহাট-সোনাপুর সড়কের লেদু মিয়ার কলোনিতে অভিযান পরিচালনা করে নুর আলম প্রকাশ শান্তকে ২০পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নুর আলম প্রকাশ শান্ত উপজেলার নলুয়া পাটোয়ারী বাড়ির আবুল কাশেমের পুত্র। বুধবার সকালে তাকে নোয়াখালী বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়।
এ ব্যাপারে কবিরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মির্জা মোহাম্মদ হাসান, ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।#