বাংলাদেশ মানবাধিকার কমিশন বৃহত্তর নোয়াখালী আঞ্চলিক সম্মেলন
লক্ষ্মীপুর প্রতিনিধি: বাংলাদেশ মানবাধিকার কমিশন (বিএইচ আরসি) এর বৃহত্তর নোয়াখালী আঞ্চলিক সম্মেলন শনিবার লক্ষ্মীপুর সদর উপজেলা মিলনায়তনে অনুষ্ঠীত হয়েছে।
বাংলাদেশ মানবাধিকার কমিশনের নোয়াখালী আঞ্চলিক সমন্বয়ক মোঃ সামছুল করিম খোকনের সভাপতিত্বে অনুষ্ঠীত সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের মহাসচিব ড.সাইফুল ইসলাম দিলদার, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ সফিউজ্জামান ভূইয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,লক্ষ্মীপুর আইনজীবি সমিতির সভাপতি এড. হুমায়ূন কবির, বিএইচ আরসির কেন্দ্রীয় কমিটির সদস্য মমতাজ বেগম, বিআর ডিবির চেয়ারম্যান ও নারী নেত্রী রহিমুন্নেছা,
বক্তব্য রাখেন, বিএইচ আরসির নোয়খালী শাখার সভাপতি আব্দুর রাজ্জাক, ফেনী জেলা শাখার সভাপতি সহিদ উল্যাহ ভূইয়া সহ বিভিন্ন জেলা ও উপজেলা শাখার নেতৃবৃন্দ। সম্মেলনে নোয়াখালী, লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলার এক হাজার মানবাধিকার কর্মী অংশ গ্রহন করেন। সভা পরিচালনা করেন লক্ষ্মীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক জসিম উদ্দিন মাহমুদ। সম্মেলনে মানবাধিকার সুরক্ষায় অবদান রাখা সদস্যদের মধ্যে ক্রেষ্ট ও সনদ বিতরণ করা হয়।