নোয়াখালীতে আন্তর্জাতিক নারী দিবস দিবস পালিত
স্টাফ রিপোর্টার: নোয়াখালীতে এনআরডিএস এর নারী নির্যাতন প্রতিরোধ কমিটির ও গ্রান্ধী আশ্রম, বাপসা, প্রাণসহ নানা উন্নয়ন উদ্যোগে সংস্থা আন্তর্জাতিক নারী দিবস দিবস পালিত হয়। এ উপলক্ষ্যে জেলা বিআরডিবি ট্রেনিং সেন্টারে আলোচনা ও সাংস্কৃতি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন জেলা প্রশাসক তম্ময় দাস।
সোনাপুর ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক শাকিলা পারভীন এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য বাখেন এনআরডিএস এর নির্বাহী পরিচালক আবদুল আউয়াল, প্রাণ এর নির্বাহী পরিচালক নুরুল আলম মাসুদ, প্রিন্সিপ্যাল লায়লা পারভিন, উম্মে কুলসুম, এডভোকেট কল্পনা রাণী দাশ, বাপসার ইকবাল হোসেন প্রমুখ। জেলা প্রশাসক নারী গণমুখি উন্নয়ন চিএ তুলে ধরে বলেন, আগের চেয়ে নারী অধিকার অনেক বেশি নিশ্চিকত হযেছে। একই সাথে নারীরা এখন শক্তিশালি । কারণ খুজতে হবে কেন নারী নিগৃহত হয় ? সে লক্ষ্যে কাজ করতে হবে।