সেনবাগে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেফতার ৫
সেনবাগ প্রতিনিধি: নোয়াখালীর সেনবাগ থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য ১১ মামলার পলাতক আসামী মো: মামুন প্রকাশ কসাই মামুনকে(৩৫) গ্রেফতার করেছে । শনিবার ভোরে সেনবাগ থানার এসআই আশিকুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স তাকে গ্রেফতার করে। গ্রেফতার মামুনের বাড়ি সেনবাগ উপজেলার ১নং ছাতারপাইয়া ইউনিয়নের পাঁচতুপা গ্রামের। সে ওই গ্রামের মিঝি বাড়ির আবুল কালামের ছেলে। তার বিরুদ্ধে সেনবাগ, সোনাইমুড়ি, লাঙ্গলকোট, ফেনী ও মিরশরাই থানা চুরি, ডাকাতি সহ ১১টি মামলা রয়েছে। এর মধ্যে সেনবাগ থানায় তিনটি। একই রাতে সেনবাগ থানার এসআই জসিম উদ্দিন ও এএসআই মো: জালাল অভিযান চালিয়ে তিন মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী গিয়াস উদ্দিন (৪৩)কে গ্রেফতার করেছে। গিয়াস উদ্দিন আদালত কর্তৃক তিন মাসের সাজাপ্রাপ্ত ও ৩লাখ টাকার জরিমানার আসামী। এছাড়া ও একই রাতে থানার এসআই গৌর চন্দ্র সাহা অপর এক অভিযান চালিয়ে পৌরসভা বাবুপুর থেকে আবদুল লতিফের ছেলে ওয়ারেন্টর পলাতক আসামী মোঃ রবিন (২২) ও উপজেলার কাবিলপুর ইউনিয়নের ফতেহপুর গ্রামের আবদুল মান্নানের ছেলে কামাল উদ্দিন (৩৮) গ্রেফতার করেছে। এবং কি এএসআই মোঃ কাউছার নবীপুর ইউনিয়নের দেবীসিংহপুর গ্রামের অভিযান চালিয়ে মোস্তফার ছেলে বাহার উদ্দিনকে (১৫) গ্রেফতার করেছে। শনিবার দুপুরে তাদেরকে নোয়াখালীর বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।