সোনাইমুড়ীতে নারী উন্নয়ন মেলা
সোনাইমুড়ী প্রতিনিধি: আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা পরিষদ প্রাঙ্গনে ২ দিনব্যাপী নারী উন্নয়ন মেলা অনুষ্ঠিত হয়।
শনিবার সকালে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে আয়োজিত মেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাহমিদা হক, মহিলা বিষয়ক কর্মকর্তা কামরুন নাহার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহমেদ উল্যাহ সবুজ, হিসাবরক্ষন কর্র্মকর্তা রেহানা খাতুন। এ সময় উপস্থিত ছিলেন মহিলা আওয়ামীলীগ সভানেত্রী লুবনা মরিয়ম সুবর্ণা, উপজেলা নির্বাহী কর্মকর্তা অফিস সিএ আব্দুল মতিনসহ বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা ও শিক্ষার্থীরা। মেলায় নারী উদ্যোক্তারা হাতে তৈরী বিভিন্ন জিনিসের প্রদর্শনী করেন।