সোনাইমুড়ীতে অগ্নিকান্ডে ২টি ঘর পুড়ে ছাই
সোনাইমুড়ী প্রতিনিধি: সোনাইমুড়ীতে অগ্নিকান্ডে বসতঘরসহ ২টি ঘর পুড়ে ছাই হয়। এতে ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
জানা যায় উপজেলার বাট্টা গ্রামের ধোপা বাড়ীর লনি গোপালের ছেলে উত্তম দাসের বসতঘর ও রান্না ঘরে শনিবার দিবাগত রাত আনুমানিক ২টার সময় বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনে। এর আগেই ঘরে থাকা নগদ টাকা, আলমিরা, খাট, সুকেইচসহ বিভিন্ন আসবাবপত্র পুঁড়ে যায়। এতে ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহমেদ উল্যাহ সবুজ ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, পরিবারটির সব কিছু পুঁড়ে শেষ হয়ে গেছে। সরকারের পক্ষ থেকে তাদেরকে ঘর ও নগদ অর্থ বরাদ্দ দেওয়ার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট রিপোর্ট পাঠিয়েছি। উপজেলা প্রশাসন থেকেও তাদেরকে সহযোগিতার আশ^াস দেয়া হয়েছে।