মসজিদের জায়গা রক্ষা ও নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন
স্টাফ রিপোর্টার: মসজিদের জায়গা রক্ষা, জানমালের নিরাপত্তা ও সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে সাংবাদিক সম্মেলন করেছে নোয়াখালীর সেনবাগ উপজেলার ৩নং ডমুরিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি জামাল হোসেন বাবুল ও তার পরিবার। সোমবার দুপুরে নোয়াখালী প্রেসক্লাবের মিলনায়তনে সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জামাল হোসেন বাবুল। লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, সেনবাগের ডমুরিয়া মতইন গ্রামের আবদুস সাত্তারের সাথে মসজিদের জায়গা নিয়ে বিরোধ চলছিলো। ৫ মার্চ দুপুরের দিকে সাত্তার ও তার সহযোগিরা আমার বাড়িতে দেশি অস্ত্রসস্ত্র নিয়ে হামলা চালায় ও আমাকে ছুরি দিয়ে হত্যার উদ্দেশ্যে গলা কেটে দেয়। এসময় আমার পরিবারের সদস্যরা এগিয়ে আসলে তাদেরকেও এলোপাতাড়ি কুপিয়ে আহত ও স্লীলতাহানী করে। এ বিষয়ে সেনবাগ থানায় অভিযোগ করলেও পুলিশ অভিযোগ আমলে নেয়নি। উপরন্তু বিবাদীদের হুমকি ধমকির প্রেক্ষিতে আমরা নিরাপত্তাহীনতায় আছি। বর্তমানে আমি ও আমার আত্মীয়রা নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছি। তিনি মসজিদের জায়গা রক্ষা, জানমালের নিরাপত্তা ও সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।