সেনবাগের সাংবাদিক আমির হোসেন লিটনের পিতার ইন্তেকাল
সেনবাগ প্রতিনিধি: দৈনিক আমাদের সময় পত্রিকার নোয়াখালীর সেনবাগ উপজেলার সংবাদদাতা ও এম.এ.আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাষ্টার আমির হোসেন লিটনের পিতা, সেনবাগ পৌরসভাস্থ দক্ষিন কাদরা ৪নং ওয়ার্ডের বশির মিয়ার বাড়ির বিশিষ্ঠ্য সমাজসেবক মোঃ মোফাজ্জল হোসেন (৯০) রোববার ভোর সাড়ে তিনটার সময় চিকিৎসার্ধীন অবস্থায় চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতালে ইন্তেকাল করিয়াছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহির রাজিউন। মৃত্যুকালে তিনি ৪ ছেলে ও ৪ মেয়ে সহ অসংখ্য আত্বীয় স্বজন রেখে গেছেন। সোমবার বাদ আছর মরহুমের নিজ বাড়ির বোর্ড অফিস সংলগ্ন মাঠে নামাজের জায়নাজা শেষে লাশ পারিবারিব কবরস্থানে দাফন করা হয়।
মরহুমে মৃত্যুতে শোক প্রকাশ করেছেন-সেনবাগ প্রেস ক্লাবের সভাপতি খোরশেদ আলম সহ-সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী।