নোয়াখালীতে বিনা প্রতিদ্বন্ধিতায় ৪ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত
স্টাফ রিপোর্টার: উপজেলা পরিষদ নির্বাচনে নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিনা প্রতিদ্বন্ধিতায় নোয়াখালীর ৪ উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হলেন নৌকার মার্কার মনোনীত প্রার্থীরা। তারা হলেন, সুবর্ণচর উপজেলায় জেলা আওয়ামীলীগ সভাপতি এএইচএম খায়রুল আনম চৌধুরী সেলিম, সোনাইমুড়ী উপজেলা জেলা আওয়ামীলীগের সহ সভাপতি খন্দকার রুহুল আমিন, কোম্পানীগঞ্জের উপজেলায় মোহাম্মদ সাহাবুদ্দিন, সেনবাগ উপজেলা আলহাজ্ব জাফর আহম্মদ চৌধুরী। জানা যায়, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে বিদ্রোহী প্রার্থী গুলো তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করার কারনে ৪উপজেলায় বিনা প্রতিদ্বন্ধিতায় তারা নির্বাচিত হলেন। উল্লেখ্য ৩১ মার্চ চতুর্থ দাপের নির্বাচনে নোয়াখালীর প্রায় সবকটি উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে একাধিক প্রার্থী থাকায় পুয়ষ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।