একটি বড় দল নির্বাচনে অংশ গ্রহন না করায় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়নি -সিইসি
স্টাফ রিপোর্টার: প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা বলেছেন, একটি বড় রাজনৈতিক দল এ নির্বাচনে অংশ গ্রহন করেনি, যার ফলে নির্বাচন যেভাবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হওয়ার কথা তা হয়নি। এর জন্য আমরা দায়ী নই। এটা তাদের দলীয় সিদ্ধান্ত। যাদের হাতের কাছে পাব তাদের নিয়ে আমরা কাজ করবো। তিনি গতকাল বিকেলে নোয়াখালী জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ৫ম উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে আইনশৃংখলা বাহিনীর কর্মকর্তা ও নির্বাচন কর্মকর্তা ও সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে এসব কথা বলেন। নোয়াখালী জেলা প্রশাসন ও জেলা নির্বাচন অফিস এই সভার আয়োজন করে। এ সময় জেলা পুলিশ সুপার ইলিয়াছ শরীফ ও জেলা নির্বাচন অফিসারসহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, আগামী ৩১ মার্চ নোয়াখালীর ৭টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।