বেগমগঞ্জে বিদেশী অস্ত্রসহ গ্রেফতার ১
স্টাফ রিপোর্টার: নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার পৌর হাজিপুর গ্রামে অভিযান পরিচালনা করে অস্ত্রসহ খালাসি রায়হানকে গ্রেফতার করেছে বেগমগঞ্জ মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃত রায়হান পৌর হাজীপুর গ্রামের সুলতান মিয়ার পুত্র।
জানা যায়, মঙ্গলবার গভীর রাতে বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনজার্চ (ওসি) ফিরোজ হোসেন মোল্লার ও চৌমুহনী পুলিশ ফাড়িঁর আই সি মো: দুলাল মিয়া নেতৃত্বে এবং এস আই বিপ্লব বড়ুয়া ও এসআই মাসুদ এবং এএসআই জহিরের সহযোগীতায় হাজিপুর ৯ নং ওয়ার্ডে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। এ সময় গ্রেফতারকৃত রায়হান পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও পুলিশ সাহসিকতা সহিত তাকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
এ ব্যাপারে বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ হোসেন মোল্লা জানান, গ্রেফতারকৃত রায়হান শীর্ষ সন্ত্রাসী খালাসি সুমনের সেকেন্ড ইন কমান্ড। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।