নিউজিল্যান্ডের মসজিদে হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন
বিশেষ প্রতিনিধি: নিউজিল্যান্ডের মসজিদে হামলার প্রতিবাদে উদ্যম ফাউন্ডেশন বাংলাদেশের উদ্দেগে নোয়াখালী জেলা মাইজদী শহরে ২৫ মার্চ সকাল ১০টায় মানববন্ধনে অনুষ্ঠিত হয়েছে। উদ্যম ফাউন্ডেশন নোয়াখালী জেলার সভাপতি নেয়াময়ত এর সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রফিকুল ইসলাম প্রিন্স বলেন, গত ১৫ মার্চ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ শহরের মসজিদে সন্ত্রাসী হামলা ও নামাজরত মুসল্লীদের নির্মমভাবে হত্যা বিশ্ব ইতিহাসের সকল নির্মমতা ও নিষ্ঠুরতাকে হার মানিয়েছে। এই নারকীয় হত্যাকান্ডে বিশ্ববিবেক হতবাক ও স্তম্ভিত করেছে। জঙ্গিদের ধর্ম নেই,জঙ্গিদের রাষ্ট্র নেই, জঙ্গিদের মা-বাব নেই। তাদের একটাই উদ্দেশ্য মানুষের রক্ত চুষা। রক্ত খেকো। মানুষ নামের অমানুষ, তারা পশুর চেয়ে খারাপ। আমি বলবো, শহীদের রক্ত কখনো বৃথা যায়নি, যাবেও না বরং শহীদদের রক্ত পিচ্ছিল পথ ধরেই বিশ্বশান্তি, মানবতার মুক্তি ও বিজয়ের পথ সুগম নিশ্চিত হবে ইন শা আল্লাহ্। তিন আরো বলেন, হামলার ঘটনায় নিউজিল্যান্ড সরকার জাসিন্ডা আরডার্ন যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য আন্তরিক ধন্যবাদ এবং আন্তঃধর্মীয় সম্প্রীতি-সহাবস্থান সৃষ্টি ও বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের আহবান জানান। মানববন্ধনে নোয়াখালী কলেজের অধ্যক্ষ, শিক্ষক -শিক্ষিকা ও আশপাশের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন।