নোয়াখালী-৪ আসনে বাসদের প্রার্থী লিটন
প্রতিনিধি: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৪(সদর-সুবর্নচর) আসনে বাংলাদেশ সমাজতান্ত্রীক দল (বাসদ) এর প্রার্থী চুড়ান্ত করা হয়েছে। দলের হাই কমান্ড এই আসনের প্রার্থী হিসেবে সাবেক ছাত্রনেতা, তারুণ রাজনীতিবিদ ও বাসদের কেন্দ্রীয় নেতা মহিউদ্দিন চৌধুরী লিটনকে মনোনয়ন দিয়েছে। ইতিমধ্যে তিনি দলের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
মহিউদ্দিন চৌধুরী লিটন বলেন, দলের মনোনয়ন পাওয়ার পর আমরা নির্বাচনী কার্যক্রম শুরু করেছি। ইতিমধ্যে বিভিন্ন স্থানে গনসংযোগ করা হয়েছে। নির্বাচনের আগ মূহুর্ত পর্যন্ত মাঠে থাকবো আমরা। জনগনের ভোট ও ভাতের অধিকার নিশ্চিত করতে আমরা লড়ে যাবো।