কবিরহাটে অস্ত্রধারীদের গোলাগুলির প্রতিবাদে মানববন্ধন
কবিরহাট প্রতিনিধি: নোয়াখালীর কবিরহাটে বহিরাগত সন্ত্রাসী কর্তৃক গুলি করে বাজারের ব্যবসায়ী ও নিরিহ মানুষদের আহত করে এবং ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। রবিবার সকাল ১১টায় উপজেলার কবিরহাট বাজারের জিরো পয়েন্টে কবিরহাট বাজার পরিচালনা পরিষদ ও ব্যবসায়ীদের উদ্দ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালন করে। বাজার কমিটির সাধারণ সম্পাদক মোতাহের হোসেন টিপু’র সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, কবিরহাট পৌরসভার মেয়র জহিরুল হক রায়হান, কবিরহাট বাজার পরিচালনা কমিটির সাবেক সহ-সভাপতি ধীরেঞ্জন ভূঁইয়া, পৌর কাউন্সিলর আজিল উল্যাহ ভুঁইয়া, বাজার পরিচালনা কমিটির সদস্য শাহাদাত হোসেন ডিপটি প্রমূখ। এ সময় আরো উপস্থিত ছিলেন সাবেক পৌর মেয়র আলাবক্স তাহের টিটু। কবিরহাট পৌরসভার মেয়র রায়হান তার বক্তব্যে বলেন, এলাকার সাধারণ জনগণ জানেন, গত ২৮ মার্চ ওপেন অস্ত্রহাতে এলাকায় কারা ঘুরেছেন, আমাদের কাছে ভিডিও ফুটেজ আছে, আমরা দেখেছি, সেই দিন যারা গুলি বর্ষণ করেছিলেন,কার হাতে অস্ত্রছিল, সে ছবি টুকু আছে, আমরা ফেইসবুকে দি নাই। এ সময় তিনি আরো বলেন, তাদের উদ্দেশ্য ছিল তাদের সাথে আসা একজনকে হত্যা করে কবিরহাটের মানুষকে হত্যা মামলার আসামী করে এলাকা থেকে বিতাড়িত করা। সেদিনের এই তান্ডবে অনেক ডাকাত, জলদস্যু, বনদস্যুসহ অনেকে অংশ গ্রহণ করেছিল। আপনাদের যারা নেতৃত্বদেন, এই এলাকায় শান্তি প্রতিষ্ঠা করেছেন, তাদেরকে হত্যা করার জন্যই তারা এখানে এসেছিল। এ হামলা কাদের নেতৃত্বে হয়েছে, নাম বলার অবকাশ নেই, আমরা সকলে জানি, কারা ঘটিয়েছেন, আইন শৃঙ্খলা বাহিনীও জানেন, কিন্তু সেদিন আইন শৃঙ্খলা বাহিনী কবিরহাটের সাধারণ মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে অবস্থান নেয়নি।