বেগমগঞ্জে নির্বাচিত হলেন যারা
স্টাফ রিপোর্টার: ৪র্থ দফা উপজেলা পরিষদ নির্বাচনে ৩১ মার্চ রোববার সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনে কমসংখ্যক ভোটারের উপস্থিতিতে বেগমগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ওমর ফারুক বাদশা চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছে।
সহকারী রির্টানিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস সূত্রে জানায়, রোববার বেগমগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ প্রার্থী ওমর ফারুক বাদশা নৌকা মার্কায় প্রতিদ্বন্দ্বিতা করে ৩৮ হাজার ১শ ৯২ ভোট পেয়ে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছে। তার প্রতিদ্বন্দ্বী দলীয় বিদ্রোহী প্রার্থী ভিপি মোহাম্মদ উল্যা দোয়াত কলম মার্কা ১৩ হাজার ১শ ৬ ভোট পায়। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে মোঃ নুর হোসেন মাসুদ ২৬ হাজার ৯শ ২২ ভোট পেয়ে এবং আবিদা সুলতানা উর্মি ২৩ হাজার ৯শ ২৬ ভোট পেয়ে মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন।
রির্টানিং অফিসার জানান, ভোটার উপস্থিতি কম হলেও সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণ ভাবে ভোটারা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে। কোথাও কোন বড় ধরনের ঘটনা ঘটেনি। এ উপজেলায় ১৪৬টি কেন্দ্রে ৩ লক্ষ ৯২ হাজার ৩শ ভোটার ছিল।