অতিরিক্ত জেলা প্রশাসক হলেন ইউএনও বেগমগঞ্জ
প্রতিনিধি: অতিরিক্ত জেলা প্রশাসক হিসাবে পদোন্নতি পেয়েছেন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিন। সম্প্রতি এক সরকারী প্রজ্ঞাপনের মাধ্যমে এই পদোন্নতি দেয়া হয়। তিনি রাজশাহীতে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে আগামী ১১ এপ্রিল যোগদান করার কথা রয়েছে। এদিকে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদোন্নতি পাওয়ায় তাঁকে সাংবাদিকদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন দৈনিক সংবাদ পত্রিকার সাংবাদিক মোস্তফা মহসিন, ভোরের কাগজ পত্রিকার সাংবাদিক গোলাম মহি উদ্দিন নসু, ডেইলি অবজারভারের সাংবাদিক ইয়াকুব নবী ইমন, আরটিভির জেলা প্রতিনিধি মনির হোসেন বাবু, বেগমগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলী আশ্রাফ খান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মানিক রতন সরকার প্রমুখ। এছাড়াও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও ব্যক্তির পক্ষ থেকেও ইউএনও রুহুল আমিনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়