বেগমগঞ্জে নানা আয়োজনে বৈশাখী উৎসব
প্রতিনিধি: রবিবার পহেলা বৈশাখ উপলক্ষে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় নানা আয়োজন বাংলা নতুন বছর উদযাপন করা হচ্ছে। এ উপলক্ষে সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে র্যালি, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী মেলার আয়োজন করা হয়। সকালে চৌমুহনী মদন মোহন হাই স্কুল প্রাঙ্গন থেকে মঙ্গল শোভা যাত্রা বের করা হয়। এ সময় উপজেলা চেয়ারম্যান ওমর ফারুক বাদশা, চৌমুহনী পৌর মেয়র আক্তার হোসেন ফয়সল, উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) মোস্তফা জাবেদ কায়সার, মডেল থানার ওসি ফিরোজ হোসেন মোল্লা, আওয়ামীলীগ নেতা বিনয় কিশোর রায়, তপন চন্ত্র মজুমদারসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।