খানপুর আইডিয়াল ক্যাডেট ইসলামীয়া মাদ্রাসার সাফল্য
স্টাফ রিপোর্টার: বেগমগঞ্জ উপজেলাধীন শরীফপুর ইউনিয়নস্থ খানপুর আইডিয়াল ক্যাডেট ইসলামীয়া মাদ্রাসা ২০১৮ইং সালের ৫ম শ্রেণীর সমাপনী পরীক্ষার সাফল্য অর্জন করেছে। উক্ত পরীক্ষায় এ+ ট্যালেন্ট পুল বৃত্তি পেয়েছেন ১জন। তার নাম বিবি ফাতেমা। এ+ সাধারন গ্রেডে বৃত্তি পেয়েছেন আরো ৬জন। তারা হলেন, জান্নাতুল মাওয়া রিমু, জান্নাতুল নাঈম, মোরশেদা আক্তার, ফাতিহা সুলতানা, রাহাদ ইসলাম, রবিউল হাসান মারুফ। এছাড়াও জননেতা নুরুল হক স্মৃতি বৃত্তি পরীক্ষায় ৪র্থ শ্রেণীতে ট্যালেন্টপুল পেয়েছেন জাহিদুল ইসলাম শিহাব ও ৪র্থ শ্রেণীতে সাধারন গ্রেড প্রাপ্ত হন নুরুল ইসলাম নাহিদ।
উল্লেখ্য ২০১৬ইং সালে এলাকাকে শিক্ষার আলোকে আলোকিত করার লক্ষ্যে এলাকার এক ঝাঁক উচ্চ শিক্ষিত ও সমাজসেবক উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের যাত্রা শুরু করেন। বর্তমানে প্রতিষ্ঠানে প্লে থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ১১জন শিক্ষক কর্মচারী পরিশ্রম করে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছে।