চট্টগ্রামস্থ চাটখিল ওয়েলফেয়ার এসোসিয়েশনের নতুন কমিটি গঠন
চাটখিল প্রতিনিধি: গতকাল নগরীর একটি হোটেলে চট্টগ্রামস্থ চাটখিল ওয়েলফেয়ার এসোসিয়েশনের পরবর্তী দুই বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয়। সম্পূর্ণ ব্যতিক্রম পদ্ধতিতে লটারির মাধ্যমে কমিটির ২১ জন সদস্য নির্বাচিত হন। কমিটি গঠনের পূর্বে স্বাগত বক্তব্য রাখেন নোয়াখালীর কৃতি সন্তান চট্টগ্রামের সাবেক জেলা প্রশাসক মোহাম্মদ হাসান। এতে সভাপতি ও সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত হন মো. আনোয়ার মাসুদ ও মো. আবুল হাশেম।
সহ-সভাপতি হলেন এ এফ কবির আহমদ মানিক, মো. শহীদ উল্লাহ, ফজলে এলাহী। যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আমিন চৌধুরী, সহ সাধারণ সম্পাদক মো. সোহরাওয়ার্দী, অর্থ সম্পাদক সুলতান আহমেদ ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক আবু জাফর মোহাম্মদ সালেহ, দপ্তর সম্পাদক ফজলে মাহমুদ হায়দার, প্রচার ও প্রকাশনা সম্পাদক হান্নান হায়দার, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক মনির হোসেন, সমাজ কল্যাণ সম্পাদক গোলাম মোস্তফা গাজী, মহিলা সম্পাদিকা আমেনা আক্তার। নির্বাহী সদস্যরা হলেন লায়ন নুরুল করিম, মো. আবুল কাশেম, আ ক ম শহীদ উল্লাহ মানিক, মাহবুবুল হক চৌধুরী বাবর, মো. জয়নাল আবেদীন, দুলাল উদ্দিন মৃধা ও মো. নুরুল আমিন মানিক।