কোম্পানীগঞ্জে নুসরাত রাফির খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন
কোম্পানীগঞ্জ প্রতিনিধি: ফেনীর সোনাগাজী উপজেলায় সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে অগ্নিদগ্ধ হয়ে নিহত মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফির হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। শনিবার সকাল সাড়ে নয়টায় উপজেলার বসুরহাট বাজারের জিরো পয়েন্টে সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার নেতৃত্বে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ প্লেকার্ড নিয়ে যোগ দেন। এ সময় আরো উপস্থিত ছিলে, কোম্পানীগঞ্জ উপজেলা (মহিলা) ভাইস চেয়ারম্যান আরজুমান পারভিন রুনু, কবি ও সাহিত্যিক রফিকুল ইসলাম চৌধুরী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শহীদ উদ্দিন বাবুল, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রভাষক গোলাম ছারওয়ার, উপজেলা শ্রমিকলীগের আহ্বায়ক মজিবুর রহমান মোহন, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি নুরুল করিম জুয়েল, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এডভোকেট শাহীদুর রহমান তুহিন, উপজেলা মহিলা আ’লীগের সাধারণ সম্পাদক নাজমা বেগম শিপা, উপজেলা ছাত্রলীগের সভাপতি নাজিম উদ্দিন মুন্না, সরকারি মুজিব কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোবারক হোসেন রিয়াদ প্রমূখ।
এ সময় বক্তারা নুসরাত রাফির হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।