সেনবাগে পহেলা বৈশাখের বিরুদ্ধে লিফলেট বিতরণ কালে ২ স্কুল ছাত্রী গ্রেফতার
সেনবাগ প্রতিনিধি: নোয়াখালীর সেনবাগ উপজেলায় পহেলা বৈশাখ বিরোধী লিপলেট বিতরনের সময় ২স্কুল ছাত্রীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার শুভপুর গ্রামের সহিদ উল্যার মেয়ে শারমিন আক্তার। সে সেনবাগ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। অপরজন হল মহিদীপুর গ্রামের মহিদীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মন্নানের মেয়ে সুমাইয়া আক্তার। সে সেনবাগ ফাযিল মাদ্রাসার ছাত্রী।
জানা যায়, উপজেলার ডমুরুয়া জেএড চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয় পহেলা বৈশাখ বিরোধী লিফলেট বিতরণ করার সময় সেনবাগ থানা পুলিশ তাদের দুজনকে হাতেনাতে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে কিছু লিপলেট উদ্ধার করা হয়।
এ ব্যাপারে সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান লিপলেট বিতরণের সময় ২জনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।