নিশান একাদশ জয়ী
কোম্পানীগঞ্জ প্রতিনিধি: সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে নিহত নোয়াখালীল কোম্পানীগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতা গিয়ান উদ্দিন মামুন স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় জয়ী হয়েছে বসুরহাট নিশাত একাদশ। তারা কহিনুর হুদা ফাউন্ডেশনকে ৫-৪ গোলে পরাজিত করে। এর আগে মঙ্গলবার বিকেলে কোম্পানীগঞ্জের সরকার দিঘীর পাড়ে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সিরাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর নবী চৌধুরী । কহিনুর হুদা ফাউন্ডেশন দলের হয়ে নাইজেরিয়ার খেলোয়ার আহমেদ সহ উভয় দলে জাতীয় ও স্থাণীয় একাধিক তারকা খেলোয়াড় মাঠে নামে। তুমল উত্তেজনাপূর্ণ খেলায় উভয দল আক্রমন পাল্টা আক্রমন করে। নির্ধারিত সময়ে উভয় দল ০১-০১ গোল করে খেলা ড্র করলে শেষ পর্যন্ত খেলা ট্রাইবেকার পর্যন্ত গড়ায়। ট্রাইবেকারে শেষ পর্যন্ত বসুরহাট পৌরসভার নিশাত জয় লাভ করে। নক আউট পদ্ধতিতে খেলাটি পরিচালিত হয়। টুর্ণামেন্টে জেলার ও জেলার বাইর থেকে মোট আটটি দল অংশ গ্রহণ করেন। ফুটবল খেলা দেখতে তার ওপর বিদেশী নাইজেরিয়ার খেলোয়ারের খেলা দেখতে দুপুর থেকে দুর দুরান্ত থেকে ফুটবলপ্রেমী দর্শকদের উপস্থিতি ছিল লক্ষনীয়।