বেগমগঞ্জে গ্রাম আদালত বিষয়ক অবহিতকরন কর্মশালা
স্টাফ রিপোর্টার: নোয়াখালীর বেগমগঞ্জে উপজেলায় গ্রাম আদালত বিষয়ক অবহিতকরন কর্মশালা অনুষ্ঠিত হয়। বৃহস্প্রতিবার সকালে উপজেলা বিআরডিবি হল রুমে এই কর্মশালার আয়োজন করা হয়। বেগমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোস্তফা জাবেদ কায়সারের সভাপতিত্বে ও ইউএনডিপির ডিস্ট্রিক ফ্যাস্টিলেটটর এ এইচ এম আকরাম হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট আবদুর রহিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) নুরে আলম। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার মো: আবুল কাশেম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, মহিলা বিষয়ক কর্মকর্তা, কৃষি কর্মকর্তা, বিআরডিবি কর্মকর্তা, সহকারী শিক্ষা অফিসার ও ব্লাস্টের উপজেলা সমন্বয়কারী মো: সাইফুল ইসলাম সহ বিভিন্ন বেসরকারী এনজিও প্রতিষ্টান সমূহের কর্মকর্তাবৃন্দ। কর্মশালায় স্থানীয় পর্যায়ে সরকারি ও বেসরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, এনজিও প্রতিনিধি ও গণমাধ্যমের কর্মীরা অংশ গ্রহন করেন।
উল্লেখ্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর স্থানীয় সরকার বিভাগ, ইউরোপিয়ান ইউনিয়ন ও ইউনডিপির যৌথ অর্থায়নে বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়কর (২য় পর্যায়) প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছে। সহযোগী সংস্থা হিসেবে বাংলাদেশ লিগ্যাল এইচ সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) এই প্রকল্প বাস্তবায়নে সহযোগী সংস্থা হিসেবে চট্টগ্রাম ও সিলেট বিভাগে কাজ করে যাচ্ছে। এই প্রকল্পের লক্ষ্য হচ্ছে স্থানীয়ভাবে সহজে কম খরচে, দ্রুত এবং স্বচ্ছ প্রক্রিয়ায় স্থানীয় বিরোধ নিম্পত্তি করা এবং অন্যায়ের প্রতিকার লাভের জন্য তৃণমূলের দরিদ্র ও প্রান্তিক জনগোষ্টি, বিশেষ করে নারীদের সক্ষমতা বৃদ্ধি করা। এরই ধারাবাহিকতা বাংলাদেশের গ্রাম আদালতের কার্যক্রম বিভিন্ন বেসরকারী প্রতিষ্ঠানের কার্যক্রমের ভিতর প্রচার প্রচারনা বৃদ্ধি করার লক্ষ্যেই এই অবহিতকরন কর্মশালার আয়োজন করা হয়।