সোনাইমুড়ীতে মাঠ দিবস ও চাষী সমাবেশ
সোনাইমুড়ী প্রতিনিধি: সোনাইমুড়ীতে বোরো মৌসুমে রয়েল-১ ধানের মাঠ দিবস ও চাষী সমাবেশ অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকালে উপজেলার কাঠালীতে রয়েল এগ্রো লিমিটেড আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মোঃ আবুল হোসেন। রয়েল এগ্রো লিমিটেডের পরিচালক কৃষিবিদ মোঃ মাইন উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন নোয়াখালী বীজ প্রত্যয়ন এজেন্সি ডিএসসিও তোফায়েল আহমেদ চৌধুরী, সোনাইমুড়ী উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুল হক রোমেল, পরিসংখ্যান কর্মকর্তা মোঃ শহিদ উদ্দিন। উপ-সহকারি কৃষি কর্মকর্তা মোঃ ইকবাল হোসেনের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন সহকারী কৃষি সম্প্রসারন কর্মকর্তা মুসলিম মিয়া, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা নিজামুল হক, বীজ মার্কেটিং কর্মকর্তা নজরুল ইসলামসহ উপ সহকারি কৃষি কর্মকর্তা ও ৫০ জন কৃষক-কৃষানী।