রাঙ্গুনিয়ায় নিহত হাতিয়ার ৪ শ্রমিকের বাড়িতে শোকের মাতম
আরিফুর রহমান: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ট্রাক চাপায় নিহত ৪ ইটভাটা শ্রমিকের নোয়াখালীর গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম। নিহতদের স্বজনের কান্নায় ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা পরিবারের সদস্যরা। ট্রাক চাপায় নিহতরা হলেন-হাতিয়া উপজেলার তমরুদ্দি ইউনিয়নের দক্ষিণ বেজুবাড়িয়া গ্রামের কালু মিয়ার বাড়ির আবুল কালামের পুত্র জাফর মাঝি(৩৬), একই ইউনিয়নের দাসের হাট এলাকার আবদুল মান্নানের পুত্র মো: নাজিম(২৩), সোনাদিয়া ইউনিয়নের মাইজের চর এলাকার মৃত কালাম মাঝির পুত্র মুনাফ(৫০) ও বুড়িরচর এলাকার রিয়াদ হোসেন(১৯)। এদিকে নিহত ইটভাটা শ্রমিকদের মরদেহ বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে রয়েছে। নিহত জাফর মাঝির স্ত্রী, ৩ ছেলে ও ২ মেয়ে রয়েছে। মো: নাজিম মাত্র ৪ মাস আগে বিয়ে করেছে। সংসারের হাল ধরতে নববধুকে বাড়িতে রেখে দেড় মাস আগে এক আত্মীয়ের মাধ্যমে ইট ভাটার শ্রমিক হিসেবে রাঙ্গুনিয়ার ওই ইটভাটায় যায়। নিহত মুনাফ ও রিয়াদ কয়েক মাস আগে এই ইট ভাটায় শ্রমিক হিসেবে যোগ দেয়। তারা ছিলো পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ আলাউদ্দিন তালুকদার জানান, নিহতদের স্বজনদের খবর দেয়া হয়েছে। স্বজনরা সবাই আসলে ময়নাতদন্ত শেষে পরিবারের সদস্যদের কাছে মৃতদেহ হস্তান্তর করা হবে।
নোয়াখালী জেলা প্রশাসক তন্ময় দাস জানান, লোক মুখে বিষয়টি আমরা শুনেছি। নিহতের স্বজনরা কোন সহযোগীতা চাইলে আমরা অবিশ্যই তাদের পাশে দাঁড়াবো।