কবিরহাটে চার শতাধিক লোককে ফ্রী চিকিৎসা প্রদান
কবিরহাট প্রতিনিধি: নোয়াখালী কবিরহাট উপজেলাধীন ৩নং ধানসিড়ি ইউনিয়নের নুরমিয়া ব্যাপারীর হাট সংলগ্ন গরীবের ডাক্তার খ্যাতি আব্দুল মালেকের বাড়িতে অবস্থিত যমুনা হেল্থ সেন্টারে চার শতাধিক গরিব ও অসহায় লোকদের ফ্রী চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করেন। সরজমিনে গিয়ে জানাযায়, গরীবের ডাক্তার খ্যাতি আব্দুল মালেক তার নিজ বাড়িতে বিগত ৩৭ বৎসর যাবত চরাঞ্চলের গরীব ও অসহায় মানুষদের সল্প খরচে রাত দিন চিকিৎসা সেবা দিয়ে আসছে। তার দীর্ঘ প্রচেষ্টায় বর্তমানে নিজ বাড়িতে বেশ কয়েকজন বিশেষজ্ঞ ডাক্তারকে নিয়ে গড়ে তোলেন যমুনা হেল্থ সেন্টার নামক একটি বে-সরকারী ক্লিনিক যার মাধ্যমে অত্র এলাকার গরীব নিরিহ ও হতদরিদ্র মানুষদেরকে উন্নত মানের চিকিৎসা সেবা দেয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। তার এই উদ্যোগকে এলাকার জনপ্রতিনিধি থেকে শুরু করে সকল শ্রেণি প্রেসার মানুষ স্বাগত জানিয়ে তাকে আরো ভালো ভাবে এগিয়ে যাওয়ার আস্বাষ দেন এমনকি প্রয়োজনে তারা সহযোগিতা করবেন বলেও আস্বাষ প্রদান করেন তাকে। তাই প্রথম প্রহর থেকে তার বাড়িতে অবস্থিত যমুনা হেল্থ সেন্টারে চার শতাধিক লোককে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করেন। গরীবের ডাক্তার খ্যাতি আব্দুল মালেক জানান, তিনি তার জীবনের ৩৭ শেষ করে ৩৮ বৎসরে পা রেখেছেন এলাকার গরীব ও অসহায় মানুষদের চিকিৎসা সেবা দেয়ার লক্ষে। এবং আগামী দিনে যাতেকরে তার এই প্রতিষ্ঠান থেকে আরো ভালো ও উন্নত মানের চিকিৎসা সেবা দিতে পারেন সেই লক্ষে তিনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন।