কবিরহাটে ইয়াবাসহ গ্রেফতার ৪
কবিরহাট প্রতিনিধি: নোয়াখালী কবিরহাট উপজেলার ০২নং সুন্দলপুর ইউনিয়ন থেকে ৪৫ পিস ইয়াবা সহ চারজনকে আটক করেছে কবিরহাট থানা পুলিশ। বৃহস্পতিবার ৭টা ৩৫ মিনিটের সময় কালামুন্সী মিয়ারহাট সড়কের মাজার গেইট সংলগ্ন স্থানে ইয়াবা ক্রয় বিক্রয়কালে তাদের আটক করা হয়। পুলিশ জানান, গোপন সংবাদের বিত্তিতে কবিরহাট থানার ওসি মির্জা মোহাম্মদ হাসানের নির্দেশে উপ-পুলিশ পরিদর্শক (এস আই) বিকাশ চক্রবর্তী ও সহকারী উপ-পুলিশ পরিদর্শক (এ এস আই) আব্দুর রহিম, আলী আহাম্মদের সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালিয়ে চারজনকে ঘটনাস্থলে পাই। পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনজন দৌড়ে পালিয়ে গেলেও সোলেমান ওরপে সুজন (৩২) কে আটক করে পুলিশ। পরে তার দেহ তল্লাশি চালিয়ে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোবাইল উদ্ধার করে। এর পর ইয়াবা বিক্রেতা সুজনের মুঠোফোনে একটি কল আসে। সেই কলের সূতধেরে আরো তিন ক্রেতাকে ঘটানাস্থলে আসতে বলা হয়। কিছুক্ষন পরে তিনজন ইয়াবা ক্রয় করার জন্য এলে তাদের আটক করা হয়। আটক কৃতরা হচ্ছেন, উপজেলার ০২নং সুন্দলপুর ইউনিয়নের মধ্যম সুন্দলপুর গ্রামের মফিজ উল্যা মাষ্টার বাড়ির মৃত মফিজ উল্যার ছেলে প্রখ্যাত ইয়াবা ব্যবসায়ী মোঃ ছোলেমান ওরপে সুজন, ও একই ইউনিয়নের মালিপাড়া গ্রামের রশিদ পন্ডিত বাড়ির মৃত দ্বীন মোহাম্মদের ছেলে মোঃ আলাউদ্দিন (৩২), পূর্ব মালিপাড়া গ্রামের নুরমিয়া খলিফা বাড়ির নুর নবীর ছেলে মোঃ নুর উদ্দিন (২৭) এবং পূর্ব লামছি গ্রামের আবুল খায়েরের বাড়ির আবুল খায়েরের ছেলে জাহেদুল হক (৩৪)। পুলিশ জানান, গোপন সংবাদের বিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে ঘটনাস্থল থেকে ইয়াবা সহ আটক করে ঘটনাস্থল থেকে ইয়া ব্যবসায়ীদের ব্যাবহিত তিনটি মোট সাইকেল’সহ তাদের থানায় নিয়ে আসা হয়েছে। কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা মোহাম্মদ হাসান জানান, গোপন সংবাদের বিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাংবাদিক ও স্থানীয় ছাত্রলীগের সহযোগিতায় তাদেরকে ইয়াবা সহ আটক করেন। আটকের পর দেহ তল্লাশী করে সুজন থেকে ৪৫ পিস ইয়াবা ও একটি মোবাইল উদ্ধার করা হয় এবং পরে সুজনের মোবাইলে আসা কল রিসিভ করে আরো তিনজন ক্রেতাকে আটক করা হয়। আটকের পর তাদের ব্যাবহিত তিনটি পুরাতন মোটর সাইকেল জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলার প্রস্তুতি চলছি। প্রস্তুতি শেষে আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হবে।