হাতিয়ায় ভূমি কর্মকর্তাদের দুনীতির প্রতিবাদে ভূমিহীনদের মানববন্ধন
স্টাফ রিপোর্টার :
নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়া উপজেলার ভূমি কর্মকর্তাদের বিরুদ্ধে নানা অনিয়ম, ঘুষ বানিজ্যের প্রতিবাদে ভূমিহীনরা মানববন্ধন করেছে। রোববার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে সামনে হাতিয়া উপজেলার শতাধিক ভূমিহীন নারী-পুরুষ এ মানববন্ধন করেন।
মানববন্ধনে হাতিয়া উপজেলার ২নং চানন্দী ইউনিয়নের হাজীগঞ্জ গ্রামের বাসিন্দা আলী আহাম্মদ, জসিম উদ্দিন, ছানা উল্যা, বেলাল উদ্দিন জানান, তারাসহ অনেক ভূমিহীন পরিবার নতুন চরের ভূমিতে বাড়ি-ঘর নির্মান করে বসবাস করে আসছেন। কিন্তু উপজেলার ভূমি অফিসের কানুনগো আবু বকর ছিদ্দিক হরনি ও চানন্দী ইউনিয়নের তহসিলদার মো. নুরুল আশরাফ ও সহকারী তহসিলদার হুমায়ন ভুক্তভোগীদের কাছ থেকে বিভিন্ন সময়ে ঘুষ দাবী করেন। তাদের চাহিদা অনুযায়ী ভূমিহীনরা ঘুষের টাকা দিতে না পারায় তাদের নামীয় ভূমি অন্যদের নামে বন্দোবস্ত দেন। এবিষয়ে ভুক্তভোগিরা জেলা প্রশাসকের কাছে প্রতিকার চেয়ে আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে জেলা প্রশাসক সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তদন্ত প্রতিবেদন নথি প্রেরনের নির্দেশ দেন। কিন্তু অভিযুক্ত কানুনগো ও ভূমি তহসিলদারগন আদেশ অমান্য করে ভূমিহীনদের নামীয় জায়গা ভূমি দস্যুদের কাছে বন্দোবস্ত দেন। বর্তমানে ভূমিহীনরা ভূমিদস্যুদের হুমকি ধমকিতে আতংকে দিনাতিপাত করছে। যে কোন সময় ভূমিহীনদের উচ্ছেদের পায়তারা করছে ভূমিদস্যুরা।
এ বিষয়ে জেলা প্রশাসকসহ উর্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন।